হৃদয় মন্দিরে গুরু গৌরাঙ্গ রূপ হেরো যতনে
উহারি সঙ্গে সুপ্ৰসঙ্গে দুঃখ আপনি পালাবে।
মনের প্রসঙ্গ সঙ্গে রঙ্গে রেখ
তোমার কামের দুর্মতি বিনাশিবে রে।
অলি কমলে যেন পিরিতি জাগেরে
যেমতি তোমার পিরিতি রাখিবে।
ওরে চরণ সরোজ প্ৰাণ মধুকর
মকরন্দ পানে রবে রে।
তন্ত্রে মন্ত্রে হবার কিছু নয়
প্রাণের পিপাসা যদি না থাকয়
অন্তিমকালে যন্ত্রণা বাড়িবে
রমণের গতি কি হবে রে।।
পূর্ববর্তী:
« হুনি কথায় অতি ভক্তি চুরেরও লক্ষণ
« হুনি কথায় অতি ভক্তি চুরেরও লক্ষণ
পরবর্তী:
হে মাবুদ হে দয়াময় হে অন্তর্যামী »
হে মাবুদ হে দয়াময় হে অন্তর্যামী »
Leave a Reply