উদ্ধার [ uddhāra ] বি.
১. পরিত্রাণ, নিষ্কৃতি (বিপদ থেকে উদ্ধার পাওয়া);
২. হাসিল করা, সফলতা (কার্যোদ্ধার);
৩. উত্তোলন, উন্নয়ন (পঙ্কোদ্ধার);
৪. হারিয়ে-যাওয়া বা নষ্ট হয়ে-যাওয়া জিনিস আবার ফিরে পাওয়া (লুপ্তোদ্ধার);
৫. উদ্ধৃতি (উদ্ধার চিহ্ন)।
[সং. উত্ + √ হৃ, √ ধৃ + অ]।
উদ্ধারক–বিণ. বি. উদ্ধারকারী।
উদ্ধারকার্য–বি. বিপন্ন লোকজনকে বাঁচাবার কাজ।
উদ্ধার চিহ্ন–বি. উদ্ধৃতি চিহ্ন।
উদ্ধারাশ্রম–বি. বিপন্ন বা অসহায় মানুষকে উদ্ধারের জন্য যেখানে আশ্রয় দেওয়া হয়।
Leave a Reply