হায় গৌরচান্দ গো গেলো কুলমান।।ধু।।
জল আনিতে ও সজনী গিয়াছিলাম সুরধনী গো
এগো রূপ দেখি হইয়াছি পাগল আমার ফিরে না নয়ন গো।
গৌরায় কি ভঙ্গিমা জানে মনপ্রাণ সহিতে টানে গো
এগো তিলক মাত্র না দেখিলে বাঁচে না পরান গো–।
ভাইবে রাধারমণ গৌররূপে নিয়ন জলে গো
এগো বিজুলীর চটক যেন উড়াইল পরান গো।
পূর্ববর্তী:
« হাসন রাজা ছিলেন একজন মরমি কবি
« হাসন রাজা ছিলেন একজন মরমি কবি
পরবর্তী:
হায়রে পিতলের কলসী তোরে লইয়া যাব যাবুনায় »
হায়রে পিতলের কলসী তোরে লইয়া যাব যাবুনায় »
Leave a Reply