হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ।।ধু।।
নাচে নিত্যানন্দ অদ্বৈতাদি সঙ্গে সঙ্গোপাঙ্গ।।চি।।
কী অমৃত হরিনাম গৌরাঙ্গ আনিয়াছে
শুনি নামের ধ্বনি সুরধানী উজান বহিয়াছে
গৌরাঙ্গ হাসে কাব্দে নাচে গায় করে কত রঙ্গ।।১।।
এমন সুন্দর গৌর কোথায় আছিল
হরি নামামৃত রসে অবনী ভাসাইল
যে শূনে সে লয় নাম তার বাড়ে প্ৰেমতরঙ্গ।২।।
গৌরনিতাই দুইটি ভাই পতিত পাবন
আচারিয়া জীবকে বিলায় নাম সংকীর্তন
শ্ৰীরাধারমণে মাগে তার অনুষঙ্গ।।৩।।
পাঠান্ত : রা/২৬, ৪ আচারিয়া… অনুষঙ্গ > আপনি আচরি ভক্তি
জীবেরে শিখায়/গোসাঁই রাধারমণে মাগইন গৌরাঙ্গের সঙ্গ।
পূর্ববর্তী:
« হরি বলে ডাক মন রসনা
« হরি বলে ডাক মন রসনা
পরবর্তী:
হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই »
হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই »
Leave a Reply