উদর [ udara ] বি.
১. পেট, জঠর (উদরপূর্তি);
২. অভ্যন্তর (পর্বতোদরে)।
[সং. উত্ + √ ঋ + অ]।
উদরপরায়ণ, উদরসর্বস্ব–বিণ. পেটুক, খাওয়াই যার প্রধান কাজ, ঔদরিক।
উদরসাত্–বিণ. খেয়ে ফেলা হয়েছে এমন, ভক্ষিত।
উদরাধ্মান–বি. পেটফাঁপা।
উদরান্ন–বি. পেটের ভাত।
উদরাময়–বি. পেটের অসুখ।
উদরী–বি. পেটের স্ফীতিরোগ, যাতে পেটে জল জমে, dropsy.
Leave a Reply