স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই।।ধু।।
পঞ্চমহাপাতকী তোরা রে ও জগাই নাম বিনে আর ঔষধ নাই।।চি।।
ভক্তবৃন্দের পদধূলিরে অ জগাই মাখ সর্বগায়
আলিঙ্গন দিলাম তোরে রে জগাই আর তোমার ভাবনা নাই।।১।।
নিতাইর অঙ্গে রক্তপাত রে অব্ জগাই করিয়াছে মাধাই
নিতাই বিমুখ জনেরে আ মাধাই উদ্ধারিতে শক্তি নাই।।২।।
করুণাসাগর নিতাই রে অ জগাই সুখের সীমা নাই
যদি তারিবার তাকে মনেরে অ মাধাই ধরা যাইয়ে নিতাইরী পায়।।৩।।
কাচাসুনা নিতাই আমারে রে আ মাধাই কালো দেখিতে পাই
যেন বিষ পানে নীলকণ্ঠ রে অ মাধাই শ্ৰীরাধারমণ গায়।।৪।।
পূর্ববর্তী:
« স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে
« স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে
পরবর্তী:
স্বভাবে সাকার মানুষ আকার »
স্বভাবে সাকার মানুষ আকার »
Leave a Reply