সুরধুনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে।
গন্ধে মত্ত ভক্ত ভ্ৰমর মধুলোভে ধাইয়াছে।।ধু।।
গাছের গোড়া বৃন্দাবনে তপন তনয়া কাছে, সৈ।
প্ৰেম বাতাসে উৎলা পাইয়ে মৃণাল নৈদে আসিয়াছে।
সজল উজ্জ্বল রসে মনমথে গঠিয়াছে সৈ।
মনোহর রাধার রূপ অঙ্গে মাখিয়াছে।
প্ৰভু রঘুনাথ কহোন, কমল মাঝে কাল মানিক ছাপিয়া আছে সৈ
তারে ধরতে গেলে না দেয় ধরা, রাধারমণ বিলিয়াছে।
পূর্ববর্তী:
« সুরধনীর ঘাটে গউর রায়
« সুরধনীর ঘাটে গউর রায়
পরবর্তী:
সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে »
সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে »
Leave a Reply