সুরধনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়।
সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর রামাবলী গায়।
সুন্দর নয়নে চাহে যার পানে
দেহ হইতে প্ৰাণটি লইয়া যায়।।
যখন গৌরায় গান করে নৈদাবাসীর ঘরে ঘরে
গৌরা প্ৰেমবশে রাধার গুণ গায়।
না জানি কোন রসে ভাসে একবার কান্দে একবার হাসে
পূর্ণশশী উদয় নদীয়ায়।
ভাইবে রাধারমণ বলে একবার আইনে দেখাও তারে
আমি জন্মের মত বিকাই রাঙা পায়।
পূর্ববর্তী:
« সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই
« সুর তাল ছন্দে যখন গান গেয়ে যাই
পরবর্তী:
সুরধনীর ঘাটে গউর রায় »
সুরধনীর ঘাটে গউর রায় »
Leave a Reply