উত্থাপন [ utthāpana ] বি.
১. কথা তোলা, প্রস্তাব করা, প্রসঙ্গ তোলা (প্রস্তাব উত্থাপন করা);
২. উল্লেখ।
[সং. উত্ + √ স্হা + ণিচ্ + অন]।
উত্থাপক–বিণ. বি. উত্থাপনকারী, প্রস্তাবক; উত্তোলক।
উত্থাপিত–বিণ. উত্থাপন করা হয়েছে এমন (প্রসঙ্গ উত্থাপিত হয়নি)।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply