উত্থান [ utthāna ] বি.
১. ওঠা, খাড়া হওয়া (গাত্রোত্থান);
২. উন্নতি;
৩. অভুদ্যয়, আবির্ভাব;
৪. বিদ্রোহ।
[সং. উত্ + √ স্হা + অন]।
উত্থানপতন–বি. ওঠা ও নামা; অভ্যুদয় ও অবনতি; হ্রাসবৃদ্ধি।
উত্থানশক্তিরহিত–বিণ. ওঠবার ক্ষমতা নেই এমন (রোগে তাকে একেবারে উত্থানশক্তি রহিত করে ফেলেছে)।
Leave a Reply