সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা।
নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
নিদ্রা হইতে চমকিয়া উঠি পাইয়া গৌরচান্দ হইলাম হারা।
কি দেখলাম কি দেখলাম। সখী গৌররূপের বিকিমিকি
কি দিয়ে গড়িয়াছে গৌরার বাঁকা দুটি নয়নতারা।।
ভাইবে রাধারমণ বলে গৌর রূপে মন হরে।
নয়নে লাগিয়াছে যে রূপে সেরূপ কি আর যায় পাশরা।
পূর্ববর্তী:
« সজনি সই বল গো তোরা কই গেলে কোথায় পাই
« সজনি সই বল গো তোরা কই গেলে কোথায় পাই
পরবর্তী:
সজনী ও সজনী আইল না শ্যাম গুণমণি »
সজনী ও সজনী আইল না শ্যাম গুণমণি »
Leave a Reply