উত্তরাধিকার [ uttarādhi-kāra ] বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তির অধিকার, ওয়ারিশি স্বত্ব।
[সং. উত্তর + অধিকার]।
উত্তরাধিকারসূত্রে–ক্রি-বিণ. উত্তরাধিকারীর দাবিতে; উত্তরাধিকারী হিসাবে (উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি)।
উত্তরাধিকারী (-রিন্)–বিণ. বি. আত্মীয়তার দাবিতে মৃতের সম্পত্তিতে অধিকারী।
স্ত্রী. উত্তরাধিকারিণী।
উত্তরাধিকারিণী–উত্তরাধিকারী-র স্ত্রীলিঙ্গ।
Leave a Reply