শ্ৰী রাধার প্ৰেম সলিলে না ডুবিলে কালাচান্দ
কি সহজে মিলে।।ধু।।
দেবের দুল্লার্ভ মায়ার লীলা ভূমণ্ডলে
নিত্যধামে ছিল গোপন প্ৰেমময়ীর প্ৰেমরত্বাধন।
করতে প্ৰেম রসের অস্বাদন।
রসিক রতন প্ৰেম সিন্ধুকুলোরাই রসেতে শ্যাম রসময়
সজল উজ্জ্বল রসের আশ্রয়।
ব্ৰজ-বাসীর ভাগ্যে উদয় প্ৰেমরসের কেলি হয় গোকুলে।
ব্রজলীলা কৈরে সাঙ্গ
সঙ্গে নিয়া সাঙ্গো পাঙ্গ রসরাজ হইলেন গৌরাঙ্গ
প্ৰভু রঘু রাধারমণ বলে।
পূর্ববর্তী:
« শ্ৰী চৈতন্য নিত্যানন্দ পতিতপাবন
« শ্ৰী চৈতন্য নিত্যানন্দ পতিতপাবন
Leave a Reply