উত্তর [ uttara ] বি.
১. জবাব, প্রতিবাক্য (কথার উত্তর দাও);
২. সাড়া (‘উত্তর মেলে না’);
৩. আপত্তি; খণ্ডন;
৪. মীমাংসা, সিদ্ধান্ত;
৫. উত্তর দিক;
৬. অর্থালংকারবিশেষ।
বিণ.
১. ভবিষ্যত্ বা পরবর্তী (উত্তরসূরি, রবীন্দ্রোত্তর);
২. অসাধারণ (লোকোত্তর);
৩. অধিক (অষ্টোত্তরশত);
৪. শেষ;
৫. উপরিস্হ (উত্তরীয়)।
ক্রি-বিণ. অনন্তর, তারপর (শ্রবণোত্তর তিনি বললেন)।
[সং. উত্ + √ তৃ + অ]।
উত্তরকাণ্ড–বি. রামায়ণের শেষ বা সপ্তম কাণ্ড।
উত্তরকাল–বি. পরবর্তী বা ভবিষ্যত্ কাল।
উত্তরকারী–বিণ. বি. যে উত্তর বা জবাব দেয়।
উত্তরকুরু–বি. পুরাণে বর্ণিত জম্বুদ্বীপের নয়টি অংশের অন্যতম; মেরুর দক্ষিণে অবস্হিত দেবভূমি।
উত্তরক্রিয়া–বি.
১. মৃত্যুর পরবর্তী কাজকর্ম অর্থাত্ শবদাহাদি বা সমাধিস্হ করা;
২. উত্তরদান।
উত্তরচ্ছদ–বি. উপরের আচ্ছাদন; বিছানার চাদর; উত্তরীয়।
উত্তরদান–বি. জবাব বা সাড়া দেওয়া।
উত্তরদায়ক–বিণ. বি. যে জবাব বা সাড়া দেয়।
উত্তরপক্ষ–বি.
১. তর্কের মীমাংসা;
২. প্রশ্নের জবাব (তু. পূর্বপক্ষ)।
উত্তরপদ–বি. (ব্যাক.) সমাসের শেষ পদ।
উত্তরপুরুষ–বি. ভবিষ্যত্ বংশধর।
উত্তরপূর্ব–বি. ঈশানকোণ।
উত্তরপ্রত্যুত্তর–বি. প্রশ্ন ও জবাব; বাদ-প্রতিবাদ, তর্ক।
উত্তরফল্গুনী, উত্তরফাল্গুনী–বি. নক্ষত্রবিশেষ।
উত্তরবিচার–বি. নতুন করে বিচার, পুনর্বিচার।
উত্তরভাদ্রপদ–বি. নক্ষত্রবিশেষ, Andromeda.
উত্তরমালা–বি. সমাধানসমূহ।
উত্তরমীমাংসা–বি. বেদান্তদর্শন।
উত্তরমেরু–বি. পৃথিবীর উত্তর প্রান্ত, সুমেরু।
উত্তরসাধক–বি.
১. তান্ত্রিক সাধকের প্রধান সহকারী;
২. ক্রিয়া-সমাপ্তির সহায়ক;
৩. উত্তরসূরি।
স্ত্রী. উত্তরসাধিকা।
উত্তরসূরি–বি. পরবর্তী যুগের কবি বা মনীষী।
(তু. বিপ. পূর্বসূরি)।
Leave a Reply