উত্পাদন [ ut-pādana ] বি.
১. সৃষ্টি, নির্মাণ, জনন (অন্তরে ভয়োত্পাদন);
২. নির্মিত বস্তু, শিল্পজাত দ্রব্য, production.
[সং. উত্ + √ পদ্ + ণিচ্ + অন]।
উত্পাদনশুল্ক, অন্তঃশুল্ক–বি. দেশের মধ্যে উত্পন্ন বা নির্মিত পণ্যদ্রব্যের উপর ধার্য শুল্ক বা মাশুল, excise duty.
উত্পাদক–বিণ. বি. উত্পাদনকারী; জনক; সৃজক, নির্মাতা; (গণি.) গুণনীয়ক, factor.
স্ত্রী. উত্পাদিকা।
উত্পাদনীয়, উত্পাদ্য–বিণ. উত্পাদন করতে হবে এমন, উত্পাদনের যোগ্য।
উত্পাদয়িতা–বিণ. বি. উত্পাদক।
স্ত্রী. উত্পাদয়িত্রী।
উত্পাদিত–বিণ. উত্পন্ন; নির্মাণ বা সৃষ্টি বা তৈরি করা হয়েছে এমন।
উত্পাদী–বিণ. উত্পন্ন হয় বা করে এমন।
উত্পাদ্যমান–বিণ. উত্পাদিত হচ্ছে এমন।
Leave a Reply