যারে দেখলে জুড়ায় দুই আংখি, তাপিত অঙ্গ প্ৰাণপাখী,
শত আংখি দিল না রে বিধি কেন দিল দুই আংখি ।।প্ৰাণ।।
গৌরচান্দ পূর্ণিমার চান্দ সে চান্দের তুলনা কি?
ও তার সর্ব অঙ্গে কোটী চন্দ্র দর্শনে জুড়ায় দুই আংখি
গৌর পাব প্ৰাণ জুড়াবা কুল মানের ভয় আর কি?
বলুক বলুক লোকে মন্দ তাদের মন্দয় হবে কি?
ভাবিয়া রাধারমণ বলে গৌর পাইলে হাই সুখী,
এবার না পাইলে গৌরচান্দ আর পাইবার ভরসা কি?
পূর্ববর্তী:
« যার লাগি হইলাম বৈরাগী ভেক ধরিয়া জনম গেল
« যার লাগি হইলাম বৈরাগী ভেক ধরিয়া জনম গেল
পরবর্তী:
যারে দেখলে নয়ন যায় ভুলে »
যারে দেখলে নয়ন যায় ভুলে »
Leave a Reply