উড়ো [ uḍō ] বিণ.
১. উড়তে পারে এমন (উড়োজাহাজ);
২. ভিত্তিহীন (উড়ো খবর);
৩. ওড়ে এমন (উড়ো খই);
৪. অনিশ্চিত, সহসা আগত ও বেনামি (উড়ো চিঠি)।
[বাং. √ উড়্ + ও]।
উড়ো খই গোবিন্দায় নমঃ–যা নিজের কোনো কাজে লাগবে না, বাধ্য হয়ে তা কোনো সত্ কাজে নিয়োগ করা।
উড়োজাহাজ–বি. বিমান, এরোপ্লেন।
Leave a Reply