উঠা, ওঠা [ uţhā, ōţhā ] ক্রি.
১. উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে);
২. আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো);
৩. শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?);
৪. গজানো (দাঁত উঠছে না);
৫. উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে);
৬. চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা);
৭. স্খলিত হওয়া (চুল ওঠা);
৮. উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে);
৯. সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে);
১০. গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে);
১১. আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে);
১২. উন্নীত হওয়া (জাতে ওঠা);
১৩. মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না);
১৪. প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে);
১৫. উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে);
১৬. পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)।
[বাং. উঠ্ (< সং. উত্ + √ স্হা)]।
উঠাউঠি, (কথ্য) ওঠাউঠি–বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা।
উঠানো, ওঠানো–ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা।
উঠিয়ে দেওয়া–ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)।
উঠেপড়ে লাগা–ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা।
উঠে যাওয়া–১. স্হানত্যাগ করা; ২. লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); ৩. রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)।
Leave a Reply