উঠতি [ uţhati ] বিণ.
১. বাড়ছে এমন, বয়ঃপ্রাপ্ত হচ্ছে এমন (উঠতি বয়েসের ছেলে);
২. বৃদ্ধিশীল, চড়তি (উঠতি বাজার);
৩. উন্নতিশীল (উঠতি অবস্হা)।
বি. উন্নতি; উত্থান; চড়তি (উঠতির সময়)।
[বাং. √ উঠ্ (< সং. উত্ + √ স্হা)]।
উঠতিপড়তি–বি. ওঠা-নামা; উন্নতি ও অবনতি; হ্রাস-বৃদ্ধি।
উঠতির মুখ–বি. উন্নতির আরম্ভ।
Leave a Reply