এই নিশি রাইতে
তোমার ঘরে যাইতে
মনযে উথাল-পাথাল করে
এই নিশি রাইতে
আরো কাছে পাইতে
মনযে উথাল-পাথাল করে বন্ধুয়া
মনযে উথাল-পাথাল করে
দোলা দিলো বাউরি বাতাস
সঙ্গে জোয়ার বয়
সখা তোমার বাঁশীর সুরে
মন ঘরে না রয়
এই না বুকে শোয়াইয়া
চোখে চোখে তাকাইয়া
মনটা যে চায় আমার
কত কথা কইতে
বয়স কালে পাড়ার মানুষ
কত কথাই কয়
সুজন বিনা মধুর জীবন
সুখের কি আর হয়
চুলে আঙুল বুলাইয়া
আদর সোহাগ করিয়া
পারি যেন তোমার বুকে
সারা জনম রইতে
————————-
মুভি – নরম গরম
এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন
অঞ্জু ঘোষ, জাভেদ
Leave a Reply