উচ্ছ্রয়, উচ্ছ্রায় [ ucchraỷa, ucchrāỷa ] বি.
১. উচ্চতা;
২. উন্নতি।
[সং. উত্ + √ শ্রি + অ]।
উচ্ছ্রায়ী (-য়িন্)–বিণ. ঊর্ধ্বগামী, উন্নতিশীল।
উচ্ছ্রিত–বিণ. উন্নত; স্ফীত; বৃদ্ধিপ্রাপ্ত।
উচ্ছ্রিয়া–অস-ক্রি. স্ফীত বা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে (‘উচ্ছ্রিয়া উঠিবে বিশ্ব পুঞ্জ পুঞ্জ বস্তুর পর্বতে: রবীন্দ্র)।
Leave a Reply