উচ্ছিষ্ট [ ucchişţa ] বি. বিণ.
১. ভুক্তাবশেষ, এঁটো, খাওয়ার পর পাতে যা অবশিষ্ট থাকে;
২. (মূলত ভাত) খাওয়ার পর মূখ ধোয়া হয়নি এমন (উচ্ছিষ্ট মুখ)।
[সং. উত্ + √ শিষ্ + ত]।
উচ্ছিষ্টভোজী (-জিন্)–বিণ. অন্যের ভুক্তাবশেষ খায় এমন; পরমুখাপেক্ষী।
উচ্ছিষ্টান্ন–বি. ভাত বা রাঁধা অন্য খাদ্যের ভুক্তাবশেষ; কেউ খেয়ে চলে যাবার পর পাতে যে খাবার পড়ে থাকে।
Leave a Reply