উচ্চারণ [ uccāraņa ] বি.
১. কথন, বলা;
২. মুখ দিয়ে শব্দ করা;
৩. বাচনভঙ্গি।
[সং. উত্ + √ চারি + অন]।
উচ্চারণবিভ্রাট–বি. বিকৃত বা ভুল উচ্চারণ, উচ্চারণের ভুল।
উচ্চারণস্হান–মুখমণ্ডলের যে অংশ দ্বারা ধ্বনি উচ্চারণ করা হয়, place of articulation.
উচ্চারণীয়, উচ্চার্য–বিণ. বলার বা উচ্চারণ করার যোগ্য (সেকথা উচ্চার্য নয়); উচ্চারণ করতে হবে এমন।
উচ্চারা–ক্রি. উচ্চারণ করা (‘উচ্চারিবে সবে’)।
উচ্চারিত–বিণ. বলা বা উচ্চারণ করা হয়েছে এমন।
উচ্চার্যমাণ–বিণ. উচ্চারণ করা হচ্ছে এমন।
Leave a Reply