ইষ্ট১ [ işţa ] বি. যজ্ঞ, যজ্ঞাদি কর্ম।
[সং. √ যজ্ + ত]।
ইষ্২ [ işţa ] বিণ.
১. বাঞ্ছিত, কাম্য (ইষ্টকর্ম);
২. কল্যাণকর (ইষ্টচিন্তা);
৩. গুরুদত্ত (ইষ্টমন্ত্র);
৪. উপাস্য (ইষ্টদেবতা);
৫. আত্মীয় (ইষ্টকুটুম্ব);
৬. প্রিয় (ইষ্টজন)।
বি.
১. অভীষ্ট বস্তু বা বিষয় (ইষ্টলাভ);
২. প্রিয়জন (ইষ্টবিয়োগ)।
[সং. √ ইষ্ + ত]।
ইষ্টকর্ম–বি. উদ্দিষ্ট বা বাঞ্ছিত কাজ।
ইষ্টকুটুম্ব–বি. আত্মীয়স্বজন।
ইষ্টদেব–বি. উপাস্য দেবতা।
ইষ্টনাম–বি. উপাস্য দেবতার নাম।
ইষ্টমন্ত্র–বি. উপাস্য দেবতার পূজার্থ মন্ত্র; গুরুমন্ত্র।
ইষ্টসাধন, ইষ্টসিদ্ধি–বি. অভীষ্ট বস্তু পাওয়া।
Leave a Reply