ইন্দ্র [ indra ] বি.
১. দেবতাদের রাজা, পুরন্দর; বাসব;
২. প্রধান বা শ্রেষ্ঠ ব্যক্তি (যোগীন্দ্র, বীরেন্দ্র);
৩. রাজা, অধিপতি (নরেন্দ্র, দনুজেন্দ্র)।
[সং. √ ইন্দ্ + র]।
ইন্দ্রগোপ–বি. বর্ষাকালে প্রাদুর্ভাব হয় এমন রক্তবর্ণ কীটবিশেষ, মখমলি পোকা।
ইন্দ্রচাপ–বি. ১. ইন্দ্রের ধনুক; ২. রামধনু।
ইন্দ্রজাল–বি. জাদু, ভোজবাজি, ম্যাজিক; ভেলকি; মায়া (সুরের ইন্দ্রজাল)।
ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক–বি. জাদুকর, মায়াবী।
বিণ. ইন্দ্রজালসম্বন্ধীয়।
ইন্দ্রজিত্–বি. রাবণের জ্যেষ্ঠপুত্র, মেঘনাদ।
বিণ. ইন্দ্রকে যে পরাজিত করেছে।
ইন্দ্রত্ব–বি. ইন্দ্রের পদ বা মহিমা; রাজমহিমা; প্রাধান্য।
ইন্দ্রধনু–ইন্দ্রচাপ এর অনুরূপ।
ইন্দ্রনীল, ইন্দ্রনীলক, ইন্দ্রমণি–বি. মরকত, নীলকান্তমণি, পান্না (‘ইন্দ্রমণির হার’)।
ইন্দ্রপতন–বি. কোনো বিখ্যাত ব্যক্তির বা অসাধারণ মানুষের মৃত্যু।
ইন্দ্রপাত–ইন্দ্রপতন এর অনুরূপ।
ইন্দ্রপুরী, ইন্দ্রলোক–বি. অমরাবতী, স্বর্গে দেবরাজ ইন্দ্রের পুরী বা প্রাসাদ; (গৌণ অর্থে) ঐশ্বর্যমণ্ডিত বিরাট ও সুন্দর প্রাসাদ।
ইন্দ্রলুপ্ত–বি. মাথার টাক (‘তার মাথায় ইন্দ্রলুপ্ত’: অন্নদাশঙ্কর রায়)।
ইন্দ্রলোক–ইন্দ্রপুরী-র অনুরূপ।
ইন্দ্রসুত–বি.
১. ইন্দ্রের পুত্র জয়ন্ত;
২. বানররাজ বালী;
৩. তৃতীয় পাণ্ডব অর্জুন।
ইন্দ্রসেন–বি. যুধিষ্ঠিরের রথের সারথি।
ইন্দ্রাণী–বি. ইন্দ্রপত্নী, শচীদেবী।
ইন্দ্রায়ুধ–বি রামধনু।
ইন্দ্রারি–বি ইন্দ্রের শত্রু, অসুর।
ইন্দ্রাসন–বি. ইন্দ্রের সিংহাসন।
Leave a Reply