ইন্দু [ indu ] বি. চাঁদ, সুধাকর।
[সং. √ ইন্দ্ + উ]।
ইন্দুকলা–বি. চাঁদের কলা বা অংশ।
ইন্দুকান্ত–বি. চন্দ্রকান্তমণি, মুনস্টোন।
ইন্দুনিভানন–বিণ. চাঁদমুখ, চাঁদের মতো সুন্দর মুখবিশিষ্ট।
স্ত্রী. ইন্দুনিভাননা, ইন্দুনিভাননী।
ইন্দুভূষণ–বি. চাঁদ যাঁর অলংকার অর্থাত্ শিব।
ইন্দুমতী–বি. ১. পূর্ণিমা; ২. রঘুবংশীয় অঙ্গরাজের পত্নী।
ইন্দুমুখী–বিণ. বি. (স্ত্রী.) চন্দ্রমুখী, (যে স্ত্রীলোক) চাঁদের মতো মুখবিশিষ্টা।
ইন্দুমৌলি, ইন্দুশেখর–বি. চাঁদ যাঁর ললাটভূষণ; চন্দ্রচূড়; শিব।
ইন্দুলেখা–বি. চন্দ্রকলা।
Leave a Reply