ইতস্তত (বর্জি.) ইতস্ততঃ [ itastata (barji.) itastatḥ ] ক্রি-বিণ. এখানে-সেখানে, এদিকে-অদিকে; নানাদিকে (ইতস্তত ঘুরে বেড়াচ্ছে)।
বি. দ্বিধা, সংকোচ; টালবাহানা (কথাট বলতে ইতস্তত করছিল)।
[সং. ইতম্ + ততস্]।
ইতস্তত করা–ক্রি-বি. সংকোচ বা কুণ্ঠা বোধ করা; দ্বিধাগ্রস্ত হওয়া; গড়িমসি করা।
ইতস্তত বিক্ষিপ্ত–বিণ. এখানে-ওখানে ছড়িয়ে রয়েছে এমন।
Leave a Reply