আহত [ āhata ] বিণ.
১. আঘাত পেয়েছে এমন (খেলতে গিয়ে আহত);
২. প্রহৃত (লগুড়াহত);
৩. তাড়িত (বাত্যাহত);
৪. মর্দিত (পদাহত);
৫. (তারের বাদ্যযন্ত্র সম্বন্ধে) ধ্বনিত।
[সং. আ + √ হন্ + ত]।
আহতি–বি. আঘাত; প্রহার; তাড়না; মর্দন; ধ্বনন।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply