আস্তিক১, আস্তীক [ āstika, āstīka ] বি. মুনিবিশেষ, মনসাদেবীর পুত্র।
[সং. অস্তি + ইক, ঈক]।
আস্তিক২ [ āstika ] বিণ.
১. ঈশ্বরের আস্তিত্বে বিশ্বাসী;
২. পরলোকে ও বেদাদি শাস্ত্রে বা তার অভ্রান্ততায় বিশ্বাসী।
[সং. আস্তি + ক]।
বি. আস্তিকতা, আস্তিকত্ব, আস্তিক্য।
Leave a Reply