আস্ত [ āsta ] বিণ.
১. গোটা (আস্ত ডিম্, আস্ত কাঁঠাল);
২. অভগ্ন, সমুদয়, সমগ্র (আস্ত জেলাটা, আস্ত দেশ);
৩. পাকা, প্রকৃত (আস্ত চোর);
৪. বিলক্ষণ, ভীষণ, মারাত্মক (আস্ত বদমাশ, আস্ত কেউটে);
৫. পুরোপুরি (আস্ত পাগল)।
[দেশি]।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply