আসন [ āsana ] বি.
১. বসার স্হান (সিংহাসন, কাষ্ঠাসন);
২. বসার জন্য ছোট গালিচা বা ওইজাতীয় বস্তু;
৩. পীঠ (দেবীর আসন);
৪. যোগসাধনে বসার প্রণালী বা যোগব্যায়ামের প্রণালী (শবাসন, পদ্মাসন);
৫. সম্মানের স্হান, মর্যাদা (বিদ্বানের আসন সর্বত্র, তাঁর আসন সবার হৃদয়ে)।
[সং. √ আস্ + অন]।
আসনগ্রহণ–বি. বসা, নির্দিষ্ট আসনে উপবেশন।
আসনপিঁড়ি–বিণ. পরস্পর বিপরীত হাঁটুর উপর পা তুলে বসা (আসনপিঁড়ি হয়ে বসা)।
Leave a Reply