আশ্রয় [ āśraỷa ] বি.
১. অবলম্বন (ভগবানের চরণকে আশ্রয় করেছেন);
২. শরণ, সহায়, রক্ষক (দীনের আশ্রয়);
৩. আধার (সর্বগুণের আশ্রয়);
৪. গৃহ, বাসস্হান (আশ্রয়চ্যুত, নিরাশ্রয়)।
[সং. আ + √ শ্রি + অ]।
আশ্রয়ণ–বি. অবলম্বন; আশ্রয়গ্রহণ।
আশ্রয়ণীয়–বিণ. আশ্রয় নেওয়ার যোগ্য।
আশ্রয়দাতা–বি. বিণ. যিনি আশ্রয় দেন।
আশ্রয়প্রার্থী–বি. বিণ. আশ্রয় চায় এমন।
আশ্রয়হীন–বিণ. আশ্রয় নেই এমন, নিরাশ্রয়।
বি. আশ্রয়হীনতা।
আশ্রয়ার্থী–বিণ. আশ্রয় চায় এমন; আশ্রয়প্রার্থী।
স্ত্রী. আশ্রয়ার্থিনী।
আশ্রয়ী–বিণ. আশ্রয় গ্রহণ করে বা করেছে এমন, আশ্রয়প্রাপ্ত।
আশ্রিত–বিণ.
১. আশ্রয় পেয়েছে এমন;
২. অনুগত;
৩. অবলম্বন করেছে এমন (সুরাশ্রিত)।
স্ত্রী. আশ্রিতা।
আশ্রিতবত্সল–বিণ. আশ্রিতের প্রতি স্নেহশীল।
Leave a Reply