আশা১ [ āśā ] আসা-র বানানভেদ।
আশা২ [ āśā ] বি.
১. প্রার্থিত বস্তু পাবার সম্ভাবনায় বিশ্বাস (চাকরির আশা);
২. ভরসা (ছেলের উপর আশা);
৩. দিক (পূর্বাশা)।
[সং. আ + √ অশ্ + অ + আ]।
আশাজনক–আশা জাগায় এমন।
আশাতিরিক্ত, আশাতীত–বিণ. যতটা আশা করা যায় বা উচিত তার চেয়ে বেশি (আশাতিরিক্ত সাফল্য)।
আশান্বিত–বিণ. আশাযুক্ত, অন্তরে আশা আছে এমন (আপনার কথায় আশান্বিত হচ্ছি)।
আশাপতি–বি. দিকপাল।
আশাবাদ–বি. আশা পোষণ করার স্বভাব, আশা ত্যাগ না করা।
আশাবাদী–বিণ. সবসময় আশা পোষণ করা উচিত এই মতে বিশ্বাসী; শেষ পর্যন্ত সবকিছুই ভালো হবে এই বিশ্বাসে বিশ্বাসী।
আশাভরসা–বি. বলভরসা, সহায় ও সম্বল (তোমরাই এখন আমার আশাভরসা)।
আশাহত, আশাহীন–বিণ. হতাশ; ভরসাহীন।
Leave a Reply