আলো [ ālō ] বি.
১. আলোক (আলেয়ার আলো, প্রদীপের আলো);
২. প্রদীপ, দীপ (একটা আলো নিয়ে এসো)।
[সং. আলোক]।
আলো করা–ক্রি-বি. আলোকিত বা উদ্ভাসিত করা; উজ্জ্বল করা, মহিমান্বিত করা (পরিবারের মুখ আলো করেছে)।
আলোআঁধারি–বি.
১. আলোক ও অন্ধকারের মিশ্রণ;
২. খানিকটা বোঝা যায় এবং খানিকটা বোঝা যায় না এমন ভাষায় বা ভাবে বর্ণনা বা চিত্রণ।
আলোছায়া–বি. আঁকা ছবিতে যুগপত্ আলোক ও অন্ধকারের বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ, chiaroscuro. আলো-আঁধারি।
আলোয়আলোয়–ক্রি-বিণ.
১. দিনের আলো থাকতে থাকতে (আলোয়-আলোয় বাড়ি ফিরতে হবে);
২. (আল.) সুদিন থাকতে থাকতে।
Leave a Reply