আলাপ [ ālāpa ] বি.
১. কথাবার্তা;
২. সম্ভাষণ;
৩. মার্গ বা উচ্চাঙ্গ সংগীতে প্রারম্ভিক সুরবিস্তার;
৪. (বাং.) জানাশুনা, পরিচয় (দুদিনের আলাপে মানুষ চেনা যায় না)।
[সং. আ + √লপ্ + অ]।
আলাপচারী–বি. ১. সুরের আলাপ, সুর ভাঁজা; ২. কথাবার্তা, কথোপকথন।
বিণ. আলাপযোগ্য।
আলাপন–বি. কথোপকথন, কথাবার্তা।
আলাপপরিচয়, আলাপসালাপ–বি. পরস্পর কথোপকথন; ঘনিষ্ঠ আলাপ।
আলাপিত–বিণ. ১. আলাপ করা হয়েছে এমন; ২. (বাং.) পরিচিত।
আলাপী (-পিন্)–বিণ. ১. আলাপপ্রিয়; ২. (বাং.) পরিচিত।
বি. পরিচিত ব্যক্তি (উনি আমার এক পুরোনো আলাপী)।
স্ত্রী. আলাপিনী।
Leave a Reply