আরব১ [ āraba ] বি. ১. আরবদেশ; ২. আরবের অধিবাসী, আরবজাতি।
[আ.]।
আরবি–বিণ. ১. আরব দেশে জাত বা উত্পন্ন; ২. আরবদেশসম্বন্ধীয় (আরবি রীতি)।
বি. ১. আরবের অধিবাসী; ২. আরবদের ভাষা।
আরব্য–বিণ. আরবদেশীয় (আরব্য উপন্যাস)।
আরব২ [ āraba ] বি. উচ্চ ধ্বনি; গর্জন।
[সং. আ + √রু+ অ]।
Leave a Reply