আমোদ [ āmōda ] বি.
১. আহ্লাদ, হর্ষ, আনন্দ (খুব আমোদ পেয়েছে);
২. মজা;
৩. উত্সব;
৪. দূর থেকে ভেসে আসা গন্ধ;
৫. সুগন্ধ।
[সং. আ + √ মুদ্ + অ]।
আমোদন–বি ১. বিনোদন, amusement; ২. আমোদ করা; ৩. সুরভিত করা।
আমোদিত–বিণ. হর্ষযুক্ত; সুরভিত।
আমোদী (-দিন্)–বিণ. হর্ষযুক্ত; আমুদে; সুগন্ধজনক।
Leave a Reply