আমির [ āmira ] বি.
১. সম্ভ্রান্ত ও ধনী মুসলমান;
২. সম্ভ্রান্ত মুসলমানের বা নৃপতির উপাধিবিশেষ;
৩. ধনী বা সম্ভ্রান্ত ব্যক্তি।
[আ. আমীর]।
আমিরওমরাহ, আমিরওমরা–বি.
১. সম্ভ্রান্ত ও পদস্হ মুসলমান ব্যক্তিবর্গ;
২. মুসলমান শাসকের দরবারের বা রাজ্যের ক্ষমতাশালী মুসলমান গোষ্ঠী।
আমিরি–বি. আমিরের পদ বা দায়িত্ব বা মর্যাদা।
বিণ. আমিরের মতো, আমিরসুলভ (আমিরি চাল)।
Leave a Reply