আমল [ āmala ] বি.
১. সময়, যুগ, কাল (ঠাকুরদার আমল, হাল আমল);
২. রাজত্বকাল, শাসনকাল (আকবরের আমল);
৩. অধিকার (‘কটকে হইল আলিবর্দির আমল’: ভা. চ.);
৪. প্রশ্রয়; গুরুত্ব (কথায় আমল না দেওয়া)।
আমল দেওয়া–ক্রি. বি. গ্রাহ্য করা, গুরুত্ব দেওয়া।
আমলনামা–বি. জমি ইত্যাদিতে দখল দেওয়ার জন্য লিখিত আদেশ।
আমলে আনা–ক্রি. বি. ১. গ্রাহ্য করা (কারও কথাই আমলে আনে না); ২. কোনো কাজ হাতে নেওয়া বা আরম্ভ করা।
Leave a Reply