আবেষ্টন [ ābēşţana ] বি.
১. সম্পূর্ণভাবে বেষ্টন বা ঘেরাও করা পরিবেষ্টন (অগ্নির আবেষ্টন);
২. বেড়া;
৩. পরিপার্শ্বিক অবস্হা, প্রতিবেশ।
[সং. আ + বেষ্টন]।
আবেষ্টক [ ābēşţaka ] বিণ. আবেষ্টন করে বা ঘিরে এমন।
বি বেড়া, প্রাচীর।
আবেষ্টনী–বি. (স্ত্রী.) ১. বেষ্টনী, বেড়া; ২. পরিধি; ৩. পারিপার্শ্বিকতা (পারিবারিক আবেষ্টনী, পল্লিজীবনের আবেষ্টনী), environment.
আবেষ্টিত–বিণ. আবেষ্টন বা ঘেরাও করা হয়েছে এমন।
Leave a Reply