আবার [ ābāra ] ক্রি-বিণ. অব্য.
১. পুনর্বার, পুনরায় (একবার গেছ তো কী হয়েছে, আবার যাও);
২. অধিকন্তু, উপরন্তু (গরিব, আবার বদখেয়ালি);
৩. অনিশ্চয়তা বা অবিশ্বাস বোঝাতে ও নেতিমূলক প্রশ্নে (দারিদ্রের আবার সুখশান্তি; তার মতো লোক আবার সাহায্য করবে; কী আবার করব)
[সং. অপর; প্রাকৃ. অবর]।
Leave a Reply