আবহ [ ābaha ] বিণ. বহন করে বা বয়ে আনে এমন; ধারণা করে বা সৃষ্টি করে এমন (দুঃখাবহ, শোকাবহ, ভয়াবহ)।
বি. সপ্তবায়ুর অন্যতম; ভূবায়ূ, বায়ুমণ্ডল, atmosphere.
[সং. আ + √বহ্ + অ]।
আবহবিজ্ঞান, আবহবিদ্যা–বি. বায়ুমণ্ডল বিদ্যা, meteorology.
আবহসংবাদ–বি. জল-ঝড়-বায়ু প্রভৃতির গতি ও হালচালসম্বন্ধীয় খবর।
আবহসংগীত–বি. নাটক-সিনেমা ইত্যাদিতে দর্শকদের দৃষ্টির আড়ালে অভিনেয় ঘটনার অনুষঙ্গ হিসাবে কৃত সংগীত, নেপথ্য সংগীত, background music.
Leave a Reply