আপাত [ āpāta ] বি.
১. (সাধারণত সমাসের পূর্বপদে) উপস্হিত সময়, তত্কাল, ঘটনাকাল (আপাতকঠিন, আপাতদর্শন);
২. (পরপদে) পতন, সংঘটন (অনিষ্টাপাত)।
[সং. আ + √ পত + অ]।
আপাতকঠিন–বিণ. আপাতত কঠিন বলে মনে হয় (কিন্তু আসলে কঠিন নয়) এমন।
আপাতকঠোর–বিণ. এখন কঠোর মনে হচ্ছে তবে আসলে কঠোর নয় এমন।
আপাতত, আপাততঃ (-তস্)–অব্য. ক্রি-বিণ. (সং. অর্থ) প্রথম দর্শনে; (বাং. অর্থ) এখন, এই মুহুর্তে সম্প্রতি (আপাতত কোনো আশা দেখছি না)।
আপাতদৃষ্টিতে–ক্রি-বিণ. সাধারণভাবে দেখলে, অর্থাত্ খুঁটিয়ে না দেখলে; মোটামুটি বিচারে (আপাতদৃষ্টিতে তাকে সুশ্রী বলে মনে হয় বটে)।
আপাতমধুর–বিণ. আপাতত মধুর বলে মনে হয়, কিন্তু আসলে তা নয় এমন।
আপাতরমণীয়–বিণ. আপাতত সুন্দর বা প্রীতিকর বলে মনে হয় কিন্তু আসলে তা নয় এমন।
Leave a Reply