আপদ, আপদ্ [ āpada, āpad ] বি.
১. বিপদ; দুর্দশা; দুঃখ;
২. অবাঞ্ছিত ও অপ্রীতিকর ব্যক্তি বা বস্তু (এ আপদ আবার কোথা থেকে এল?)।
[সং. আ + √ পদ্ + ক্কিপ্]।
আপদগ্রস্ত–বিণ. বিপদে পড় েছে এমন, বিপন্ন।
আপদর্থে–অব্য. আপদের জন্য; বিপদ থেকে উদ্ধারের জন্য।
আপদবিপদ–বি. নানারকম বিপদ বা বিপত্তি।
আপদভঞ্জন–বিণ. আপদবিপদ থেকে উদ্ধার করে এমন।
আপদুদ্ধার–বি. বিপদ থেকে উদ্ধার বা মুক্তি; বিপদ দূরীকরণ।
আপদ্ধর্ম, আপদধর্ম–বি. অন্যসময় অকর্তব্য কিন্তু বিপদের সময় অবলম্বন করা যায় বা উচিত এমন ধর্ম।
Leave a Reply