আপতন [ āpatana ] বি.
১. পতন, পড়ে যাওয়া;
২. সংঘটন; কোনো ঘটনার আকস্মিক সংঘটন, accident;
৩. অবতরণ, নামা।
[সং. আ + √ পত + অন]।
আপতিক–বিণ. সহসা বা হঠাত্ ঘটেছে এমন, accidental.
আপতিত–বিণ. দৈবাত্ বা হঠাত্ আগত; নিপতিত; অবতীর্ণ।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply