আপ্ত১ [ āpta ] বিণ.
১. প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম);
২. অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য);
৩. বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)।
[সং. √ আপ্ + ত]।
আপ্তকাম–বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন।
আপ্তদূতী–বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে।
আপ্তবচন, আপ্তবাক্য–বি. ১. দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; ২. নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; ৩. (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা।
আপ্ত২ [ āpta ] বিণ. আপন, নিজের (আপ্তগরজি)। [সং. আত্ম, ] আত্মন্]।
আপ্তকথা, আপতোকথা–বি (আঞ্চ. প্রয়োগ) গোপন কথা।
আপ্তগণ–বি. নিজের জন্যই ভাবে বা কাজ করে এমন, স্বার্থপর।
আপ্তসার–বিণ. স্বার্থপর।
বি. তন্ত্রবলে বা যোগবলে আত্মরক্ষা।
আপ্তসুখী–বিণ. আত্মসুখী, কেবল নিজের সুখই বোঝে এমন।
Leave a Reply