আপেক্ষিক [ āpēkşika ] বিণ.
১. তুলনামূলক, অপেক্ষাকৃত;
২. পরস্পর নির্ভরশীল, সাপেক্ষ relative.
[সং. অপেক্ষা + ইক]।
বি. আপেক্ষিকতা।
আপেক্ষিক গুরুত্ব–তুলনামূলক গুরুত্ব বা ওজন; (বিজ্ঞানে) কোনো বস্তুর পরিমাণের অনুপাত (সাধারণত ঘন ও তরল বস্তুর সঙ্গে জলের এবং বায়বীয় বস্তুর সঙ্গে বায়ুর), specific gravity.
আপেক্ষিকতত্ত্ব, আপেক্ষিকতাবাদ–গতিমাত্রই আপেক্ষিক এবং স্হান-কাল specific-time জড় বস্তুর চতুর্থ মাত্রা–এই তত্ত্বের উপর প্রতিষ্ঠিত বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত মতবাদ যা মহাকর্ষ সম্পর্কে সমস্ত পুরোনো ধারণাকে ভুল প্রমাণিত করেছে।
Leave a Reply