আনমন১ [ ānamana ] বি. অবনমন, নত করা, ঈষত্ নত করা।
[সং. আ + √ নম্ + অন]।
আনমনীয়, আনম্য–বিণ. নোয়ানো বা বাঁকানো যায় এমন।
আনমিত–বিণ. নোয়ানো বা বাঁকানো হয়েছে এমন।
আনমন২, আনমনা [ āna-mana, āna-manā ] বিণ.
১. অন্যমনস্ক (বড়ই আনমনা ছেলে);
২. অমনোযোগী;
৩. উদাসীন।
[সং. অন্যমনস্]।
Leave a Reply