আনন্দ [ ānanda ] বি.
১. হর্ষ, তৃপ্তি (‘আনন্দেরই সাগর হতে’: রবীন্দ্র);
২. সুখ, আহ্লাদ (‘সদা থাকো আনন্দে’: রবীন্দ্র);
৩. স্ফুর্তি (সকলে মিলে আজ একটু আনন্দ করতে চাই);
৪. সত্যের উপলব্ধি থেকে উত্পন্ন গভীর অনুভূতি এবং সেইরূপ সত্তা (‘আনন্দ তুমি স্বামি, মঙ্গল তুমি’: রবীন্দ্র);
৫. আনন্দজনক বস্তু (‘তোমার আনন্দ ওই এল দ্বারে’: রবীন্দ্র);
৬. মদ।
বিণ. আনন্দিত, আনন্দময়, আনন্দপূর্ণ (‘আজি এ আনন্দ সন্ধ্যা’: রবীন্দ্র)।
[সং. আ + √ নন্দ্ + অ]।
আনন্দকন্দ–বি. সমস্ত আনন্দের মূল।
আনন্দঘন–বিণ. আনন্দময়।
আনন্দধাম–বি. যে গৃহে আনন্দ বিরাজ করে।
আনন্দধারা–বি. আনন্দের স্রোত।
আনন্দন–বি. আনন্দ সৃষ্টি, আনন্দ উত্পাদন।
বিণ. আনন্দদায়ক।
আনন্দনাড়ু–বি. চালের গুঁড়ো, নারকেল, গুড় প্রভৃতি দিয়ে তৈরি গোলাকার নাড়ু বা নাড়ুজাতীয় খাবার।
আনন্দবিধান–বি. আনন্দ দান, আনন্দ উত্পাদন।
আনন্দময়–বিণ. আনন্দে পূর্ণ।
বি. ঈশ্বর (আনন্দময় ও মঙ্গলময় বলে)।
আনন্দলহরি, আনন্দলহরী–বি. ১. আনন্দের ঢেউ; নিরবচ্ছিন্ন আনন্দ; ২. (সচ. পল্লিসংগীতে ব্যবহৃত) বাদ্যযন্ত্রবিশেষ।
আনন্দসাগর–বি. আনন্দরূপ সাগর; বিপুল আনন্দ।
আনন্দা–ক্রি. আনন্দিত করা।
আনন্দাশ্রু–বি. আনন্দের আবেগজনিত চোখের জল।
আনন্দিত–বিণ. প্রফুল্ল, হৃষ্ট; পুলকিত।
Leave a Reply