আধার১ [ ādhāra ] বি. পাখি বা মাছের খাদ্য।
[সং. আহার]।
আধার২ [ ādhāra ] বি.
১. যে ধারণ করে অর্থাত্ যার ভিতরে বা উপরে কিছু থাকে (কলসী জলের আধার, পৃথিবী যাবতীয় বস্তুর আধার);
২. আশ্রয়, স্হান; পাত্র (সর্বগুণাধার);
৩. (ব্যাক.) আধিকরণ কারকের অর্থ।
(সং. আ + √ধৃ+অ]।
আধারাধেয়ভাব–বি. পাত্র ও তার মধ্যের বস্তুর ভাব বা সম্পর্ক; ভূমি ও ঘটের তুল্য আশ্রয় ও আশ্রিতের ভাব।
Leave a Reply